জাতীয়

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস হেলপার নিহত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস হেলপার নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জীবন (২৭) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

নিহত জীবনের ভাই মো. জুবায়ের জানান, একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন জীবন। কাজ শেষে গতরাত ৩টার দিকে বাসায় ফেরার পথে টঙ্গীর সাহাজউদ্দিন স্কুলের পেছনে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জীবনকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

কাজী আল আমিন/এসএনআর/এএসএম