দেশজুড়ে

বিল থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নারীর মৃত্যু

বিল থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নারীর মৃত্যু

বরগুনায় বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে কোহিনুর বেগমের একটি গরুও মারা গেছে।

Advertisement

সোমবার (১২ মে) সন্ধ্যায় আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম ডালাচাড়া গ্রামের মো. জামাল মিস্ত্রির স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, কোহিনুর বেগম তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সন্ধ্যায় বিল থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

আরও পড়ুন‘আমার মা মারা গেছেন, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম আরিফ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। তারা তথ্য সংগ্রহ করেছেন। মরদেহ পরিবারের সিদ্ধান্তে দাফন হবে।

Advertisement

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান জাগো নিউজকে বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।

গত ১৫ দিনে আমতলী উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। তাদের তিনজনই মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। নুরুল আহাদ অনিক/কেএসআর