দেশজুড়ে

ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

ফরিদপুরের ভাঙ্গায় নদীতে ডুবে জীবন ফরাজী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের ইব্রাহিম ফরাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার মুনসুর মাতুব্বর নামের এক ব্যক্তি নদীর পাড়ে তার একটি চাম্বল গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জহুর আলীর কাছে বিক্রি করেন। মঙ্গলবার সকালে গাছটি কাটার সময় গাছের একটি ডাল নদীতে পড়ে যায়। নিহত কিশোর জীবন ফরাজী ওই ডালটি টানাটানি করতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফ হোসেন জানান, কিশোরটি কাটা গাছের ডাল টানতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তার গায়ে ডালের আঘাতও রয়েছে।

Advertisement

এন কে বি নয়ন/এমএন/এএসএম