আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত

ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। খান ইউনিসে অবস্থিত নাসের মেডিক্যাল কমপ্লেক্সের বার্ন ইউনিটে দখলদার বাহিনীর বোমা হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। একদিন আগেই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

Advertisement

এদিকে গাজায় অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছে যে, অবরুদ্ধ এই উপত্যকার পুরো জনগোষ্ঠীই ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মার্কিন-ইসরায়েলি এক সেনাকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সেনার মুক্তির পর জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন।

একদিন আগেই গাজায় আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৭১ দিন ধরে সম্পূর্ণ অবরোধ জারি রয়েছে। দীর্ঘদিন ধরে অবরোধের কারণে ওই এলাকায় কোনো খাবার, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রবেশ করতে পারছে না। ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

Advertisement

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৮৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন আহত হয়েছেন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। কারণ নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন নিহতের তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪ গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সের বার্ন ইউনিটে ইসরায়েলি বিমান হামলায় হাসান ইসলাই নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত মাসে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ভয়াবহ হামলার সময় তিনি আহত হন। সে সময় কমপক্ষে দুজন ওই হামলায় নিহত হয়।

টিটিএন

Advertisement