চাঁদপুর সদরে ছোট মাছ নিধনে ব্যবহৃত অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
Advertisement
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে এসব চয়না দুয়ারি জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন যৌথভাবে এ অভিযানে চালায়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক সোমবার (১২ মে) রাতে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে জালগুলো শহরের পুরান বাজার নিয়ে যাওয়ার সময় জব্দ করে। বিকেল ৪টার দিকে কোস্টগার্ড জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে।
Advertisement
তিনি আরও জানান, জব্দ ৪০০টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শরীফুল ইসলাম/এমএন/জেআইএম