নৌকায় ঘুরতে নিয়ে গাইবান্ধায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো. সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ওই তরুণীর মা গাইবান্ধার ফুলছড়ি থানায় অভিযোগ দেন।
সেই অভিযোগের ভিত্তিতে সাদিকুল ইসলাম কনককে সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। কনক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ফুলছড়ির বালাসি ঘাটে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাকে নৌকায় ঘুরতে নিয়ে সেখানেই ধর্ষণ করেন।
Advertisement
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তরুণীর মা থানায় ধর্ষণের অভিযোগ দিয়েছেন। পরে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এ এইচ শামীম/জেডএইচ/এএসএম