জাতীয়

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৩০ সেকেন্ড হর্ন বাজবে ট্রেনে

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৩০ সেকেন্ড হর্ন বাজবে ট্রেনে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশে চলাচলকারী ট্রেনের হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লোকোমোটিভ মাস্টাররা।

Advertisement

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ রেলওয়ে রানিংস্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

দখলদারদের হামলায় একদিনে নিহত আরও ৬০ জন হামাসের হামলা/ ‘নিরীহ’ ইসরায়েলিদের পাশে দাঁড়ালো ভারত

তিনি বলেন, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজাবে। এটা আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।

Advertisement

মুজিবুর রহমান বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ করতে চাই। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সারাবিশ্বের মুসলমানদের আমরা এ বিষয়ের প্রতিবাদ করার অনুরোধ জানাচ্ছি।

এনএস/ইএ/এএসএম