লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে অভিযান চালিয়ে ইটভাটাগুলোর চিমনি ও চুল্লি নষ্ট করা হয়।
Advertisement
জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা ইটভাটা দুটি হলো জাহাঙ্গীর ব্রিকস ও মদিনা ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল -ইসলামের নেতৃত্বে অভিযানে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। বায়ুদূষণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
কাজল কায়েস/জেডএইচ/এএসএম