ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে বেশ কিছু সংগঠন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে। এতে একাত্মতা প্রকাশ করছে সাধারণ মানুষ। তবে বিদেশি পণ্য বয়কটের তালিকায় কেউ কেউ বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে ক্ষতির শঙ্কায় পড়েছেন আন্তর্জাতিক মানের দেশি পণ্য উৎপাদনকারীরা।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পণ্যের নামে বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সম্প্রতি এমনই এক তথ্য নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পণ্যের নামে সান চিপস সম্পর্কে ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সান চিপস কর্তৃপক্ষ যার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আরও পড়ুনভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্যর্থতা’ দেখছে বিএনপি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতারপ্রতিষ্ঠানটি জানায়, সান চিপসের কোনো আন্তর্জাতিক ও রাজনৈতিক সংযোগ নেই। এটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। সান চিপস বাংলাদেশে তৈরি রিয়েল পটেটো চিপস, যা বাংলাদেশে উৎপাদিত আলু থেকে তৈরি। এটি কাসেম গ্রুপের একটি পণ্য।
কাসেম গ্রুপ স্বনামধন্য বাংলাদেশি প্রতিষ্ঠান, যা ১৯৬০ সাল থেকে সুনামের সঙ্গে গ্রাহকদের জন্য কাজ করে যাচ্ছে। কাসেম গ্রুপের অন্যান্য জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে সান পানি, সান ঘি, সান পাপড়, সান বার্স্ট পাউডার ড্রিংকস, সানলাইট ব্যাটারি, সানলাইট গ্যাস লাইটার, সানলাইট অ্যারোসল, ওয়েভ এয়ারফ্রেশনার এবং ওয়েভ বডি স্প্রে অন্যতম।
Advertisement
আইএইচও/কেএসআর