তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিএস) তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহরাব হাসান আকাশ।
Advertisement
১২ মে ২৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক ড. আলফাজ উদ্দীন ও মডারেটর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল নাসিফ। চেয়ারম্যান হিসেবে আছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আরিফ হোসাইন রাজন।
নতুন কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি রাজিয়া আক্তার (আফি)। জয়েন্ট সেক্রেটারি রাকিব উদ্দিন। হিউম্যান রিসোর্স সেক্রেটারি খাদিজা আক্তার মুন। অর্গানাইজিং সেক্রেটারি মাইনুল ইসলাম, ডেপুটি হিসেবে মো. ইসহাক ও স্বর্ণা গাজী। অফিস মেইনটেইনেন্স সেক্রেটারি তুষার চক্রবর্ত্তী, ডেপুটি অফিস রাকিবুল ইসলাম তায়েফ ও আফতাব আহমেদ। ফাইন্যান্স সেক্রেটারি আয়শি বিনতে মামুন, ডেপুটি সুমাইয়া ইমান। প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি রিয়াজ উল্লাহ, ডেপুটি খাদিজা আক্তার।
আরও পড়ুন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১০ জনের ৯ জনই এআইয়ে অভ্যস্ত মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ শুরু ১০ মেব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন সেক্রেটারি (মাল্টিমিডিয়া) মোহাম্মদ সাকিব ও ডেপুটি মোহাম্মদ শাওন আহমেদ এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন সেক্রেটারি (ক্রিয়েটিভ এডিটর) রিউম আহমেদ ও ডেপুটি সাদিয়া রহমান সাজিন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি খাইরুল ইসলাম, ডেপুটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আমজাদ হোসেন এবং কো-অর্ডিনেটর নাদিয়া ইসলাম ও সুমাইয়া আফরিন। ডেপুটি কর্পোরেট অ্যাফেয়ার্স মিথিলা ফারজানা রিমি ও সুমাইয়া আক্তার সিমি।
Advertisement
সভাপতি মো. মাইদুল ইসলাম বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করতে করোনাকালে অনলাইনে ক্লাবের কার্যক্রম শুরু করি। শুরু থেকে আইটি সোসাইটির সঙ্গে আছি। এর আগে ক্লাবে বিভিন্ন দায়িত্বে ছিলাম। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে সব সময় চেষ্টা করবো। সবার সহযোগিতায় তিতুমীর কলেজ আইটি সোসাইটি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে।’
সাধারণ সম্পাদক সোহরাব হাসান আকাশ বলেন, ‘আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই মহান দায়িত্বে আমাকে নিয়োজিত করায় আইটি সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পদ আমার কাছে কেবল একটি দায়িত্ব নয় বরং স্বপ্ন বুননের ও বাস্তবায়নের এক দুর্লভ সুযোগ। তরুণ প্রযুক্তিপ্রেমীদের নিয়ে আমরা গড়বো এক উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল সমাজ।’
এসইউ/জিকেএস
Advertisement