সাড়ে তিন বছর ঘুরেও বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেতে ব্যর্থ হন একজন চীনা বিনিয়োগকারী। আগে থেকেই বাংলাদেশে তার ব্যবসা ছিল। তিনি আরও কয়েকটি বড় ফ্যাক্টরি স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু ফ্যাক্টরি স্থাপনের জন্য লাইসেন্স পাননি। এতে বাংলাদেশ ২০০ মিলিয়ন ডলার আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের বিনিয়োগকারী প্রতিনিধিদল উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। খোলামেলা আলোচনাকালে একজন চীনা ব্যবসায়ী দুঃখ করে লাইসেন্স পেতে তার এই ভোগান্তির কথা প্রধান উপদেষ্টাকে জানান।
বিকেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চীনা বিনিয়োগকারীদের মধ্যে যারা বাংলাদেশে বিনিয়োগ করেছেন কিংবা বিনিয়োগের পরিকল্পনা করছেন এমন কয়েকজন জানান, গত চার-পাঁচ বছরে তাদের অভিজ্ঞতা খুব ভালো নয়। তারা দেখেছেন, সরকারের উচ্চপর্যায় থেকে যখন দেশে বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনা ও সুযোগ-সুবিধার কথা বলা হয় তখন তারা বিষয়গুলি খুব ইতিবাচকভাবে নেন, গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা আর সেই সাপোর্ট পান না।’
Advertisement
‘চীনা ওই বিনিয়োগকারী বলেন, তিনি বাংলাদেশে আরও দশ হাজার লোকের কর্মসংস্থান করতে চান। কিন্তু প্রয়োজনীয় সাপোর্ট পান না। অধ্যাপক ইউনূস তাদের আশ্বস্ত করেন, বর্তমান সরকার বিনিয়োগের জন্য তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।’
আশিক চৌধুরী আরও বলেন, ‘এটি শুধু একটি কোম্পানির গল্প। এমন আরও গল্প থাকতে পারে। এ কারণে বিনিয়োগকারীদের বিশ্বস্ততা অর্জন করতে হবে।’
এমইউ/এএসএ/এএসএম
Advertisement