কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ ও স্থানীয় লোকজন বন থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত মোহাম্মদ হোসেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারিছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারি ব্রিজের অদূরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
Advertisement
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে জেনেছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা যান। তার মাথা থেঁতলে গেছে। পুরো শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
Advertisement