অর্থনীতি

কমলো জেট ফুয়েলের দাম

কমলো জেট ফুয়েলের দাম

দেশীয় বাজারে বিমানে ব্যবহৃত জেট ফুয়েল বা জেট এ-১ এর দাম কমানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটার ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার শূন্য দশমিক ৭৫ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

জেট ফুয়েলের দাম কমানোর প্রস্তাবসাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে

মঙ্গলবার (১৩ মে) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিউইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটারে ৪ দশমিক ০৪ টাকা এবং জেট এ-১ (জেট ফুয়েল) বিপণনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত মূল্য নির্ধারণ করেছে।

Advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ (জেট ফুয়েল) এর মূল্যহার নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং বিপিসির প্রস্তাবের প্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

এই প্রস্তাবের ভিত্তিতে ২৩ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে গত ৬ এপ্রিল পর্যন্ত গণশুনানি পরবর্তী লিখিত মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়। সবশেষ পর্যালোচনার ভিত্তিতে বিইআরসি এই দাম নির্ধারণ করে।

এনএস/এএমএ/জিকেএস

Advertisement