দেশজুড়ে

বিজিবির ধাওয়ায় নিহত ২ : চেকপোস্টে আগুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে বিজিবির ধাওয়ায় ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি চেকপোস্টে আগুন দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে কাঠ পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা যায়, রাইখালী-রাজস্থলী-বান্দরবান সড়ক দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদের গাড়ি বোঝাই করে অবৈধ কাঠ পাচারকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এতে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ওয়াগ্গাছড়া জোনের অধীনে ১৯ বিজিবির ডংছড়ি চেকপোস্ট পাচারের উদ্দেশ্যে অবৈধ চোরাই কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করলে বিজিবির সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে। এতে গাড়িটি উল্টে গাড়ির চাপায় সাদ্দাম হোসেন নামে এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত গাড়ির চালক মো. জাবেদ ও মো. নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাতে মো. জাবেদ মারা যায়।অন্যদিকে, তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের সমর্থনপুষ্ট জনতা উত্তেজিত হয়ে বিজিবির ডংছড়ি ক্যাম্পের চেকপোস্টে আগুন ধরিয়ে দেয় ও হামলা চালায়। এতে বিজিবি-জনতার সংঘর্ষ ঘটে। বিজিবির টহল দল দুর্ঘটনা কবলিত গাড়ির নিচ থেকে হেলপার সাদ্দাম হোসেনকে মৃত উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। ওই সময় উত্তেজিত জনতা ক্যাস্পের দিকে অগ্রসর হলে বিজিবি বাধা দেয়। এতে মুহূর্তেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা নিহত হেলপার সাদ্দাম হোসেনকে বিজিবির কাছ থেকে উদ্ধার করতে না পেরে ক্যাম্পে হামলা চালায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জনতা পিছু হটে। পরে বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার ব্যাপারে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, পাচারকালে চোরাই কাঠ বোঝাই চাঁদের গাড়িটি বিজিবির টহল দলের সামনে পড়ে। ওই সময় কাঠ পাচারকারীরা দ্রত পালানোর চেষ্টা করে। তখন হঠাৎ কাঠবোঝাই চাঁদের গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি মারা যান। পরে ঘটনাটিকে কেন্দ্র করে কাঠ পাচারকারীদের সঙ্গে জড়িত লোকজন বিজিবি ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। আগুনে গোলঘরসহ চেকপোস্টটি পুড়ে যায়। এছাড়া বিদ্যুতের তারে আগুন লেগে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে ১৯ বিজিবির অধিনায়ক জানান। কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, এলাকা বর্তমানে শান্ত রয়েছে। ডংছড়ি বিজিবি চেকপোস্টে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমএস

Advertisement