আন্তর্জাতিক

ড. ইউনূস ছাড়াও কার কার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মোদীর

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা ইউএনবি’কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা।

Advertisement

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে এটাই হবে প্রথম বৈঠক। ব্যাংকক সফরকালে ড. ইউনূস ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী।

বার্তা সংস্থা পিটিআই’র খবর অনুসারে, ভারতীয় প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুদিনের সফরে থাইল্যান্ডে পৌঁছাবেন। সেখানে ষষ্ঠ বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা) সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনে ভারত ছাড়াও থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার ও ভুটানের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউজে থাই প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন মোদী। সেখানে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

Advertisement

সম্মেলনের ফাঁকে বাংলাদেশের সরকারপ্রধানের পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ হতে পারে নরেন্দ্র মোদীর।

এছাড়া আগামী শুক্রবার থাইল্যান্ডের রাজা মহা বজিরালংকর্ণ (রামা এক্স) ও রানি সুতিদার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এবারের বিমসটেক সম্মেলনে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে বড় ধরনের ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এটি হবে ২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক সম্মেলনের পর প্রথমবারের মতো বিমসটেক নেতাদের সরাসরি সাক্ষাৎ। সবশেষ ২০২২ সালের মার্চে কলম্বোয় ভার্চুয়ালি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

কেএএ/