ঈদের ছুটিতে গত তিনদিনে নেত্রকোনার দুর্গাপুরের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একজন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২৪ জন।
Advertisement
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান। তিনি বলেন, এসব দুর্ঘটনায় আহতরা বেশিরভাগই ঈদে ঘুরতে বের হয়েছিলেন। তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল থেকে আজ বুধবার (২ এপ্রিল) বিকেল পর্যন্ত দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন ২৪ জন ব্যক্তি। তার মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুইজন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আনন্দ করতে এসে এ দুর্ঘটনার শিকার হন অনেকেই। গত সোমবার ঈদের দিন সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা এলাকায় বেপরোয়া অটোররিকশার ধাক্কায় আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধ আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে রেফার্ড করেন। ওইদিন রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের বাসিন্দা। এছাড়াও আহতদের মধ্যে বেশিরভাগই দূর থেকে আসা।
স্থানীয় বাসিন্দা জামাল তালুকদার বলেন, চলন্ত পিকআপে গান বাজিয়ে নাচানাচি করছে কিছু তরুণ। তাল মিলাচ্ছে চালকও। আর এতেই ঘটে দুর্ঘটনা। ঈদ মানে আনন্দ কিন্তু এমন অশ্লীল আনন্দ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ রকম বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।
Advertisement
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অটোরিকশার ধাক্কায় ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
তিনি আরও বলেন, চলন্ত পিকআপে গান-বাজনা বাজিয়ে বেপরোয়া চলাচল দেখলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু ঈদের ছুটি কাটাতে দুর্গাপুরে অনেক পর্যটকের সমাগম হয়। তাদের নিরাপত্তায় আমাদের পুলিশ রয়েছে।
এইচ এম কামাল/এমআরএম/এমএস
Advertisement