বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএলে রয়েছে দারুণ ফর্মে। প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে। এবার ঘরের মাঠে তারা মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের। শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদেরকে।
Advertisement
এমন ম্যাচে গুজরাটের অধিনায়ক শুভমান গিলের কাছে টস হেরেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। টস জিতে স্বাগতিক বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে গুজরাট।
ব্যাট করতে নেমে অবশ্য দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বেঙ্গালুরু। এ রিপোর্ট লেখার সময় ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১০৫ রান। বিরাট কোহলি আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
জিতেন শর্মা আর লিয়াম লিভিংস্টোনছাড়া আর কোনো ব্যাটারই ঠিক মত দাঁড়াতে পারেনি গুজরাট বোলারদের সামনে। জিতেন শর্মা ৩৩ রানে আউট হয়ে গেলেও ৩০ রানে ব্যাট করছেন লিভিংস্টোন।
Advertisement
আগের দুই ম্যাচের মধ্যে একটিতে হেরেছে গুজরাট, অন্যটিতে জিতেছে।
আইএইচএস/