ঈদের আগে আর আছে মাত্র দুই থেকে তিনদিন। ফলে শেষ সময়ে এসে কেনাকাটার যেন ধুম পড়েছে। তবে পছন্দের কাপড় আগেই কিনে ফেলেছেন অধিকাংশ মানুষ। এখন ছুটছেন জুতা আর গহনার দোকানে। গত কয়েকদিনে এসব দোকানে ভিড় বেড়েছে, বিক্রিও ভালো।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর নিউমার্কেটের জুতা ও গহনার দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন, প্রয়োজনীয় কেনাকাটা শেষে এখন শেষ মুহূর্তে পছন্দের জুতা এবং নারীরা গহনা কিনছেন। বিক্রেতারা বলছেন, ঈদের কেনাকাটার শেষের দিকে এসব জিনিসপত্রের কদর বাড়ে। তাই বিক্রিও হয় বেশি।
নিউমার্কেট ঘুরে দেখা যায়, ছোটদের জুতা ২০০ টাকা থেকে ৫০০ টাকায় এবং বড়দের জুতা ৫০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া স্লিপার ২৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
Advertisement
গহনার দোকানগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন ডিজাইনের গহনার মধ্যে তামার তারের তৈরি এবং কাচ ও পাথরের তৈরি গহনার চাহিদা বেশি। এসব গহনার মধ্যে কানের দুল, চুড়ি, নেকলেছ, গলার হার, ব্রেসলেট বেশি বিক্রি হচ্ছে।
জুতা কিনতে আসা হাসিবুল রেজা বলেন, ঈদের কাপড় কেনাকাটা শেষ। জুতা কেনাটা বাকি ছিল। এক জোড়া জুতা কিনলাম,পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে পরার জন্য।
আরেক ক্রেতা নাজিয়া আক্তার বলেন, নিজের জন্য এবং ছেলে-মেয়ের জন্য জুতা কিনলাম। গতবারের তুলনায় এবার কালেকশনের ভিন্নতা আছে। তবে দাম কিছুটা বেশি।
ঢাকা নিউ সুপার মার্কেটের সামনের জুতার দোকানি আল-আমিন বলেন, ঈদে ভালো বিক্রি হয়েছে। আগের থেকে বিক্রি ভালো। চাঁদ রাত পর্যন্ত আমাদের ক্রেতা আসবে, বিক্রিও হবে।
Advertisement
চাঁদনি চক সুপার মার্কেটের সামনের জুতার দোকানি তুরান মিয়া বলেন, বিক্রি ভালো হচ্ছে। ঈদে নতুন ডিজাইনের জুতা তুলছি। অনেক বিক্রি হয়েছে। যেগুলো থাকবে ঈদের পর বিক্রি হবে।
তবে এদিন কাপড়ের দোকানগুলোতেও উপচেপড়া ভিড় দেখা গেছে।
এনএস/কেএসআর/এএসএম