জাতীয়

গ্রামে যাচ্ছে মানুষ, গাবতলীতে আজও ভিড়

রাজধানীর প্রবেশ ও বাহিরের অন্যতম গুরুত্বপূর্ণ পথ গাবতলী। এখানে ঈদের পরদিনও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) গাবতলী থেকে বিশেষ করে উত্তরবঙ্গগামী গাড়ি ছেড়ে যাওয়ার চাপ ছিল।

Advertisement

শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার কামাল হোসেন বলেন, উত্তরবঙ্গে প্রচুর গাড়ি গেছে। আমাদের আধা ঘণ্টা, ১৫ মিনিট পর পর গাড়ি যাচ্ছে। যাত্রীর চাপ ভালো। ঈদের আগের মতোই চাপ আছে যাত্রীদের। এবার রাস্তাঘাটে জ্যাম ছিল না। কোনো ঝক্কি ঝামেলাও হয়নি। কোনো যাত্রী অভিযোগও করেনি। মানুষ যাতায়াত করে স্বস্তি পাচ্ছে।

তিনি বলেন, ভাড়াও সরকার নির্ধারিত। সরকারি পর্যবেক্ষক আছে প্রচুর। আমরা সরকার নির্ধারিত ভাড়া নিই।

রাজদূত পরিবহনের সুপারভাইজার রাকিব বলেন, যাত্রী ভালো আছে। রাস্তায় কোনো জ্যাম নেই। কোনো সমস্যা আপাতত দেখছি না। সব কিছু ভালোই আছে।

Advertisement

আরও পড়ুন:

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

যাত্রী রায়হান বলেন, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবার ঈদ ভালো কেটেছে। টিকিট পেতেও ভোগান্তি হয়নি।

চাকরিজীবী কায়সার বলেন, পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাচ্ছি। ঈদের আগে ছুটি পাইনি। আজ ছুটি পেয়ে যাচ্ছি। এবার টিকিট কালোবাজারি বা অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। সব কিছু ভালোই দেখলাম।

আবু আহমেদ বলেন, ঈদের দিন বড় ভাইয়ের বাসায় কাটিয়েছি। এখন সবাই মিলে গ্রামের বাড়ি যাচ্ছি। সবাইকে নিয়ে ঈদের ছুটি কাটাবো, ইনশাআল্লাহ।

Advertisement

এসইউজে/এমএইচআর/এমএস