নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিয়ার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
হাবিবুরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হাবিবুর নিজ বাড়িতে সাবমারসিবল মটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম
Advertisement