ঈদের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর অন্যতম নিত্যপণ্য সরবরাহকারী যাত্রাবাড়ী আড়তের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সোমবার ঈদ হওয়ায় গতরাতে কিছু সবজি, মাছ এবং তরমুজের ট্রাক ছাড়া কোনো ট্রাক আসেনি।
Advertisement
আড়তে পণ্যের সরবরাহ যেমন কম, তেমনি ক্রেতাও একেবারে কম। বুধবার থেকে পণ্যের সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু করবে বলে মনে করছেন আড়তদাররা।
ব্যস্ত আড়ত এখন ফাঁকা-ছবি জাগো নিউজ
যাত্রাবাড়ী আড়তের মাধ্যমে রাজধানীর একটি বড় অংশের জন্য মাছ, সবজি, মসলা, ফলসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে।
Advertisement
আরও পড়ুন
ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে, নেই চিরচেনা যানজট গ্রামে যাচ্ছে মানুষ, গাবতলীতে আজও ভিড়মঙ্গলবার দুপুরের আগে আড়তের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানই বন্ধ। বিভিন্ন জায়গায় পাইকার ও দোকানিরা বসে গল্প করছেন, তাস খেলছেন। কাউকে কাউকে দোকানে বসে ঝিমাতে দেখা গেছে।
আড়তে ক্রেতা একেবারে কম-ছবি জাগো নিউজ
মাছপট্টির ব্যবসায়ীরা জানান, মূলত সকালে মাছের বাজার জমে ওঠে। গতরাতে অল্প কিছু ট্রাক এসেছে। মাছের আড়তের বেশিরভাগ দোকানে খোলেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাছের খুচরা বাজার বসে, সেখানেও আজকে ৮/১০টি দোকান বসেছে।
Advertisement
তরমুজের মৌসুম হলেও মাত্র কয়েকটি ঘরে তরমুজ বিক্রি করতে দেখা গেছে।
আড়তের ভাই ভাই বাণিজ্যালয়ের মালিক নান্নু হাওলাদার বলেন, আজকে বলতে গেলে আড়তে কোনো ফল সরবরাহ হয়নি, তবে কিছু তরমুজের গাড়ি এসেছে। স্বাভাবিক সময়ে ১৫০ থেকে ২০০টি ফলের গাড়ি আসে। আজকেও হয়তো ৮/১০টির মতো গাড়ি এসেছে।
আরও পড়ুন
যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড় একদিনের ছুটি শেষে ট্রেন চলাচল শুরু, ফাঁকা কমলাপুরফলের ট্রাক এসেওতো লাভ নাই। ঈদের কারণে এদিকে ক্রেতা নাই, ঢাকা খালি। আগামীকাল (বুধবার) থেকে হয়তো সরবরাহ বাড়তে শুরু করবে।
আড়তে নেই চিরচেনা ব্যস্ততা-ছবি জাগো নিউজ
অন্যদিকে আড়তের সবজি কেনা-বেচা অংশেও একই অবস্থা। মাত্র অল্প কয়েকটি দোকানে কিছু সবজি বিক্রি হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। এখন ঢাকা অনেকটাই ফাঁকা। রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটের বেশিরভাগই বন্ধ রয়েছে।
আরএমএম/এসএইচএস/জেআইএম