খেলাধুলা

‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’

শনিবার রাতে লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কিলিয়ান এমবাপে। রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে রোনালদো করেছিলেন ৩৩ গোল। এমবাপে এরই মধ্যে ৩৩ গোল করে ফেলেছেন। তার সামনে এখনও অনেকগুলো ম্যাচ বাকি। অর্থ্যাৎ অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে এমবাপে আরও অনেক উপরে ওঠার দারুণ সুযোগ রয়ে গেছে।

Advertisement

নিজের প্রিয় সতীর্থের এমন সাফল্যে কিন্তু বেশ আপ্লুত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কোচের চোখ দিয়ে তিনি যেন এমবাপের ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন। যে কারণে সহজেই মন্তব্য করেছেন, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই কিংবদন্তি হতে পারবেন এমবাপে। পারবেন রোনালদোর উচ্চতায় উঠতে।

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। স্বপ্ন পূরণের পর রিয়ালে যোগ দিয়েই কিন্তু সাফল্যের হাসি হাসতে পারেননি। শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। সমালোচনার শিকারও হতে হয়েছে। অথচ, এখন তিনি রিয়াল মাদ্রিদের মধ্যমণি। একের পর এক গোল করে যাচ্ছেন আর জয়ের পথ রচনা করছেন রিয়ালের।

২০০৯-১০ সালে নিজের প্রথম মৌসুমে ৩৩ গোল করেন রোনালদো। এরপর রিয়ালের জার্সিতে জয় করেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুটি লা লিগাসহ মোট ১৬টি ট্রফি জয় করেন তিনি। সে সঙ্গে হয়েছেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে সিআর সেভেন জিতেছেন ৫টি ব্যালন ডি’অর।

Advertisement

এমবাপে শুধু রোনালদোকেই ছোঁয়নি, সামনে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। রিয়ালের হয়ে ১৯৯১-৯২ মৌসুমে অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন চিলিয়ান ফুটবলার ইভান জামোরানো। আর ৫টি গোল করলে তাকেও ছাড়িয়ে যাবেন এমবাপে এবং ইতিহাসে এককভাবে নাম লিখে ফেলবেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়, এমবাপে কী রিয়াল মাদ্রিদের ইতিহাসে একজন সেরা ফুটবলার হতে পারবেন? জবাবে তিনি বলেন, ‘আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাটা কঠিন। তবে আমি চাই রোনালদো রিয়ালের জার্সিতে যা অর্জন করেছে, এমবাপেও সেই অর্জনটা করুক। আমার মতে, এমন কিছু করতে অবশ্যই এমবাপের সামনে সেই সম্ভাবনা রয়েছে। যদি তেমন কিছু করতে পারে এমবাপে, তাহলে আমার বিশ্বাস, সে রোনালদোর মতোই রিয়ালে একজন কিংবদন্তীতে পরিণত হবে।’

রিয়ালের হয়ে এমবাপে লা লিগায় করেছেন ২২ গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৭টি, একটি করে গোল করেছেন কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কোপা, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারন্যাশনাল কাপে।

প্রথম মৌসুমে রোনালদো লা লিগায় করেছিলেন ২৬ গোল। তবে, দ্বিতীয় মৌসুমেই সেটাকে উন্নীত করেছেন ৪০ গোলে। ২০১৪-১৫ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪৮ গোল করেছিলেন তিনি।

Advertisement

আইএইচএস/