সাহিত্য

ইয়ুথ ফোরাম ও চর্যাপদ সাহিত্য একাডেমির ঈদ উপহার

ইয়ুথ ফোরাম ও চর্যাপদ সাহিত্য একাডেমির ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন ও ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে। ২৭ মার্চ বিকেল ৪টায় ইয়ুথ ফোরাম বাংলাদেশের কার্যালয়ে এসব উপহার তুলে দেওয়া হয়।

Advertisement

ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর সভাপতিত্বে সঞ্চালনা করেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বক্তব্য রাখেন সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, জেলা শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ ঘোষ, ওপেন আইয়ের প্রতিষ্ঠাতা ইমরান শাকির, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম, চর্যাপদের আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, মানবাধিকারকর্মী ওমর ফারুক এবং ইসমাইল প্রধানিয়া।

আরও পড়ুন আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন বিশ্বজিৎ ঘোষ  দেশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ২০ কবি-কথাসাহিত্যিক 

আনন্দঘন পরিবেশে এ সময় যুব রেড ক্রিসেন্টের সদস্য লিসান এবং ফাহিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বলেন, ‘এ বছর ১০ জন নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে ঈদের পোশাক দিয়েছি। আশা করি আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করবো।’

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘নারীরা স্বাবলম্বী হলে প্রজন্মও স্বাবলম্বী হবে। পিছিয়ে পড়া নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে জন্য এমন উদ্যোগ। ইয়ুথ ফোরামের আন্তরিকতায় আয়োজন সফল করতে পেরেছি।’

এসইউ/জিকেএস

Advertisement