আইন-আদালত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দেওয়া হয়েছে। ওই ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Advertisement

এ বিষয়ে প্রসিকিউশন অভিযোগ গঠনের জন্য এক সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার (পিয়াস)। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।

Advertisement

এর আগে সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহহিল কাফী, শাহিদুল ইসলামসহ সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে তাদের বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

আদেশের পর প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় গণহত্যা ও লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর তদন্ত বিষয়টি পর্যালোচনা করে দেখার পর আসামি ১৬ জন নাকি ১৪ জন হয় তা বলা যাবে। এখন এ বিষয়ে কোনো তথ্য আমরা দিতে চাচ্ছি না।

ট্রাইব্যুনালে শুনানির বরাত দিয়ে তিনি বলেন, গত ১৯ জুন আমরা তদন্ত সংস্থার প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে উঠে এসেছে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য।

তিনি বলেন, মামলায় আজ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শনাক্ত হওয়া বাকি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলায় পরবর্তী শুনানির জন্য ২ জুলাই দিন ঠিক করা হয়েছে।

Advertisement

আদালতে এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করা ছিল। কিন্তু শুনানিতে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে এক সপ্তাহ সময় আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

মামলার আসামি হিসেবে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপ-পরিদর্শক মালেক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদারকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। ৬ জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।

এফএইচ/ইএ/জিকেএস