অস্পষ্টতা কিংবা অন্ধকার
Advertisement
মেয়েরা কি তোমার পোষা প্রাণী?নাকি তোমার সম্পত্তি?মেয়েদের শ্বাপদের দিকে যেতে হচ্ছে!বিশৃঙ্খলার দিকে কারা এগিয়ে দিচ্ছে?আমরা কি হারিয়ে গেছি অস্পষ্টতা কিংবা অন্ধকারে?আমার সুখ, শক্তি, বেঁচে থাকার ইচ্ছে চুরি করেছে।
****
স্বাধীন
Advertisement
ঘাসের ওপর পড়ে আছে কত তারা!মধ্যরাতে চাঁদের আলো—ঘাসের ওপর তারার ঝলক—হিরের নাকফুল।
ও তারা, তোমরা কী স্বাধীন আছো?ও ঘাস, তোমরা কী স্বাধীন আছো?না, আমার মতো…
আমি তো স্বপ্ন দেখি!ও তারা, ও ঘাস, আমি কী স্বাধীন?তোমরা তো বিলিয়ে দিয়েই ক্ষান্ত!
আমি কেন ঘাস হলাম না!আমি কেন তারা হলাম না!
Advertisement
****
যুদ্ধ-সনদ
দুটি শিশু—একটা মেয়ে আর একটা ছেলেবালুকাময় বিছানা দিয়েতাদের মাকে নিয়ে অন্ধকারের দিকেতাদের বাবা গিয়েছে যুদ্ধে—আমি বালুতে নিজের পায়ের ছাপ দেখছি— আমার থেকে দূরে চলে যাচ্ছেধূসর থেকে ফেনাময় অন্ধকারের দিকে।
আমি থামাতে পারিনি—আসলে আমি থামাতে চাইনিআমি শুধু দেখতে চেয়েছি ধূসর আর অন্ধকারের ছবিআমি রুশো হতে চেয়েছিআমি আব্রাহাম লিংকন হতে চেয়েছি
কষ্ট-নিপীড়ন না-সয়ে বীর হতে চেয়েছি।
এসইউ/জিকেএস