দেশজুড়ে

ময়মনসিংহে কথা কাটাকাটির সময় যুবককে হত্যা

ময়মনসিংহে কথা কাটাকাটির সময় যুবককে হত্যা

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে মো. সাজিদ মিয়া (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাচিঝুলি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মো. সাজিদ একই এলাকার আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা মো. শফিকের ছেলে মন্টি (২৬) চা-স্টলে আড্ডা দিচ্ছিলেন। এসময় সাজিদ সেখানে গেলে মন্টির সঙ্গে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মন্টি চা-স্টলে থাকা সুপারি কাটার সরতা দিয়ে সাজিদকে বুকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই মন্টি বাড়ি থেকে পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম