আন্তর্জাতিক

কলকাতার রেড রোডে ঈদের নামাজে লাখো মুসল্লির ঢল

কলকাতার রেড রোডে ঈদের নামাজে লাখো মুসল্লির ঢল

কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মাসভর রোজা রাখার পর ঈদের আনন্দে মেতেছে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

Advertisement

কলকাতায় সেনাবাহিনী পরিচালিত ফোর্ট উইলিয়াম লাগোয়া ব্যস্ততম রাজপথ হলো রেড রোড। এই রোডেই কলকাতার সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় হয়। সোমবার (৩১ মার্চ) কলকাতার ব্যস্ততম রাজপথ পরিণত হয় শহরের বৃহত্তম ঈদগাহে।

আরও পড়ুন>>

বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় ব্যবসায়ীদের মাথায় হাত বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলো ভারত নিয়ে গাড়িচালকের সঙ্গে তর্ক, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিকে ফেরত

এদিন সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে রেড রোডে। সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান।

Advertisement

নামাজ শেষ হতেই পরিচিত লোকদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন মুসল্লিরা। শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় ছেলে-বুড়ো সবাইকেই।

রেড রোড ছাড়াও নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হন পার্ক সার্কাসে। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, কলিন স্ট্রিট, খিদিরপুর, ময়দানসহ শহরের বিভিন্ন ছোট-বড় মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

এ বছর রেড রোডের ঈদ নামাজে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় একদল যুবককে। নামাজ শেষে ফিলিস্তিন ও ভারতের পতাকা নিয়ে মিছিল করেন তারা।

মিছিলে অংশগ্রহণকারী রেহান বলেন, আজ ঈদের দিন আমাদের কাছে খুশির দিন। এই দিনে ফিলিস্তিনি ভাইদের সঙ্গে যা হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা চাই আজকের দিনে তাদের পরিবারের সন্তানদের নিয়ে তারা সুখের শান্তিতে ঈদ উদযাপন করুক।

Advertisement

বাবার সঙ্গে নামাজ পড়তে এসে শিশু রোবিয়া বলেন, আব্বার সঙ্গে প্রতি বছর এখানে আসি নামাজ পড়তে। এখান থেকে গিয়ে ঘুরতে বের হবো।

বাবা-মায়ের কাছে রোবিয়ার দাবি, কলকাতার বাইরে নিয়ে দর্শনীয় স্থানগুলো দেখাতে হবে। বিশেষ করে, ফুরফুরা শরীফ যেতে চায় সে।

প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডে প্রার্থনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখান থেকে দেশবাসীকে পবিত্র ঈদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খান প্রমুখ।

ঈদে কোথাও যেন কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে গোটা কলকাতা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কলকাতার নগরপাল মনোজ বর্মা জানিয়েছেন, কোথাও কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তা কড়া হাতে দমন করা হবে।

কলকাতা পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, শহরজুড়ে প্রায় তিন হাজার সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন থাকবে। রেড রোডে নজরদারি করা হবে সিসি ক্যামেরায়, ড্রোনের মাধ্যমেও নজর রাখা হবে। সোশ্যাল মিডিয়াতে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিশেষ দল। শহরের রাজপথে এবার নারী পুলিশও থাকবে। তারা সাদা পোশাকে শহরের অলিগলি সব জায়গায় পেট্রোলিং চালাবেন।

ডিডি/কেএএ