দেশের আট জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। অন্যদিকে সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহের আওতা ও তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
Advertisement
সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকাল থেকে সারাদেশই বৃষ্টিহীন। ঢাকার আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা রয়েছে। ঢাকায় বাড়ছে ভ্যাপসা গরম, বইছে মৃদু তাপপ্রবাহ। গরমের অস্বস্তি ছাড়া নির্বিঘ্নেই জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। যদিও একদিন আগে দেশের ৩৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটে বৃষ্টির প্রবণতা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে, তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Advertisement
আরএমএম/এমকেআর/জেআইএম