লাইফস্টাইল

বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়

বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়

লেখক: সানজানা রহমান যুথী

Advertisement

ঈদ মুসলমানদের জন্য একটি আনন্দের দিন। বিশেষ এই দিনে কোনো কিছুর তোয়াক্কা না করে ভরপুর খাওয়া-দাওয়া চলে। তবে তা তা শরীরের জন্য একদমই ভালো নয়। বেশি খাওয়ার ফলে বুক জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর থেকে বাঁচতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন-

>> প্রচুর পরিমাণে চর্বি বা চিনিযুক্ত খাবার থেকে বিরত থাকুন। কারণ তা বুকজ্বালা পোড়ার অন্যতম কারণ। দুগ্ধজাত খাবার, মিষ্টান্ন, মসলাদার এবং তৈলাক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।

>> একসঙ্গে বেশি খাবার খাবেন না। সময় নিয়ে অল্প অল্প খান। যারা খুব তাড়াতাড়ি খায় তাদের বুক জ্বালাপোড়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ শরীর একবারে প্রচুর পরিমাণে খাবার হজম করতে পারে না।

Advertisement

>> একসাথে অতিরিক্ত খাবার খাবেন না। বিভিন্ন খাবার বা খাবারের মধ্যে কিছু সময় ব্যবধান করে রাখার চেষ্টা করুন। এতে আপনার শরীর প্রথম খাবারটি হজম করার সময় পাবে।

আরও পড়ুন: ঈদের খাবারে বিশেষ সতর্কতাগরমে বেড়াতে যাওয়ার আগে খেয়াল রাখুন ১০টি বিষয়

>> বেশি খাবারের পর আস্তে আস্তে হাঁটাহাঁটি করুন। খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে-বসে পড়বেন না। যদি আপনার বসার প্রয়োজন হয়, তাহলে নিশ্চিত করুন যে আপনার মাথা পেটের চেয়ে উঁচুতে রাখা হচ্ছে।

>> যদি বুকজ্বালা পোড়া তীব্র বা দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

যদি আপনি এই ধাপগুলি অনুসরণ করেন, তাহলে আপনার উৎসবের সময় আনন্দময় হবে।

Advertisement

তথ্যসূত্র: ওয়েবএমডি.কম

জেএস/জেআইএম