রাজনীতি

সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিমা রহমান

সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় হত্যাকাণ্ড করেছে। তেমন করে ছাত্রদের ওপরও গণহত্যা চালায়। বাংলাদেশের সব ছাত্র-জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে নেমে আসে। ফ্যাসিস্ট সরকার (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে বাধ্য হয়। তাই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু শ্রদ্ধা জানালেই হবে না। তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমাদের দেশের সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Advertisement

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের এক রেস্টুরেন্টে আয়োজিত 'বৈষম্যহীন রাষ্ট্রগঠনে নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের ক্ষমতায় একের পর ফ্যাসিস্ট এসেছে, যারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। আমরা এই ফ্যাসিস্টের শিকার হয়ে হয়েছিলাম। ৯০-এর গণআন্দোলন দেখেছেন। যেখানে এরশাদের পতন আমরা ঘটিয়েছিলাম। তারপরে গত ১৭ বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ১৭ বছর তারা এ দেশের জনগণকে নির্বিচারে হত্যা করেছে। সমাজের প্রতিটি স্তরে স্তরে ছিল বৈষম্য। সেজন্য আগস্টের ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান প্রমুখ।

Advertisement

কেএইচ/এমএইচআর/এএসএম