বিনোদন

গাছ রক্ষা আন্দোলন এবং বটতলার সাংস্কৃতিক সমাবেশ

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এবং মঞ্চ নাটকের দল বটতলা যৌথভাবে আয়োজন করছে এক সাংস্কৃতিক সমাবেশ। ‘নারী ও প্রকৃতি ‍নিপীড়ন রুখে দিন’ শীর্ষক এই সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ বেলা ৩টায়, রাজধানীর পান্থকুঞ্জে। নারী এবং প্রকৃতির উপর সমূহ নিপীড়ন রুখে দেয়ার লক্ষেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

Advertisement

সমাবেশে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে যোগ দেবেন বটতলা এবং সমমনা সামাজিক-সংস্কৃতিক সংগঠনের এক্টিভিস্ট ও শিল্পীরা।

দুটি সংগঠনের পাঠানো যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নারী হেনস্তা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা উল্লেখযোগ্য মাত্রায় ঘটতে দেখে আমরা আক্রান্ত, বিপর্যস্ত ও সংক্ষুব্ধ। এ মুহূর্তে দেখা যাচ্ছে, পথচলতি নারীদের ওপর নতুন উদ্যমে আক্রমণ শুরু হয়েছে। তাদের পোশাক নিয়ে সমালোচনা, ব্যঙ্গ, ধর্ষণ; এমনকি রাস্তাঘাটে হেনস্তা করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের নতুন নতুন খবরে আমরা হতবাক।

শিশু আছিয়া এবং আরও অনেক নারীর উপর ঘটে যাওয়া বর্বরতায় আমরা ক্ষুব্ধ। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং, মোরাল পুলিশিং ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানাই। দেশের নানা মহলে নিপীড়ন ও সাইবার বুলিংকে বৈধতা দেওয়া হচ্ছে। নারীর নিরাপত্তাহীনতার এই দুঃসহ পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই।’

Advertisement

সেখানে আরও বলা হয়েছে, ‘আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে, সর্বপ্রাণ-প্রকৃতির সুরক্ষাও আজ বিপন্নপ্রায়। অপরিণামদর্শী উন্নয়ন পরিকল্পনার বলি পান্থকুঞ্জকে সুরক্ষা দিতে পথে নেমেছে জনগণ। অথচ, পান্থকুঞ্জে অবস্থানের প্রায় শততম দিন ঘনিয়ে এলেও রাষ্ট্রপক্ষ কোন সুবিবেচিত পদক্ষেপ নেয়নি। গণঅভ্যুত্থানের চেতনায় নতুন দিনের বাংলাদেশ বিনির্মাণের পথে এই অরাজকতা, বিচারহীনতার সংষ্কৃতি আর অপিরণামদর্শী উন্নয়ন সন্ত্রাস রুখে দেয়া জরুরি এখন।’

এলআইএ/এএসএম