বিনোদন

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন

দেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০০০ সালে তিনি ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। সে সময় মডেল হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তাকে দেখা যায় নাটক ও মিউজিক ভিডিওতেও।

Advertisement

একটা সময় লাপাত্তা হয়ে যান মিলা। খোঁজ মিলে তিনি আমেরিকায় থিতু হয়েছেন। ঢাকার আজিমপুরের মেয়ে মিলা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুকরাষ্ট্রে বসবাস করছেন স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে। তবে নিয়ম করে প্রতিবছরই একবার হলেও দেশে আসার চেষ্টা করেন। যখন দেশে আসেন তখন শোবিজে কিছু কাজ করেন।

এবারও অংশ নিলেন একটি মিউজিক ভিডিওতে। মারুফ আহমেদের লেখা ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ গানে মডেল হয়েছেন তিনি। গানটির মিউজিক ভিডিওতে মিলা হোসেনের সঙ্গে মডেল হয়েছেন এই প্রজন্মের নায়ক, মডেল সাঞ্জু জন।

গেল ১২ মার্চ রাজধা মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজি ভিডিওটির গল্প ও নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। গানটি গেয়েছেনও বিপ্লব। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল।

Advertisement

এই গানে মডেল হওয়া প্রসঙ্গে মিলা হোসেন বলেন, ‘বিপ্লব দাদা এবং কোনালের গাওয়া তোমার চোখে চোখ পরতেই গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। সাঞ্জু জন বেশ চঞ্চল ও পরিশ্রমী। কাজ করে ভালো লেগেছে।’

সাঞ্জু জন বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি মিলা আপুর সঙ্গে কাজ করতে পেরেছি। এ জন্য অবশ্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিপ্লব দাদাকে। কারণ তার আন্তরিকতায় তারই উদ্যোগে একটি চমৎকার কাজ হলো।’

শিগগিরই গানটি দেখা যাবে বিপ্লব সাহা ও বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এলআইএ/এএসএম

Advertisement