ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থগিত করেছেন আয়োজনকারীরা। আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা আয়োজনটি করতে চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তারা এ অনুষ্ঠান স্থগিত করেন।
Advertisement
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব সভাপতি ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা শঙ্কার কথা বলে অনুষ্ঠানটি স্থগিত করতে বলেছে। অনুষ্ঠানটি হলে শিক্ষার্থী বা অন্য দলের লোকজন ধাওয়া-পাল্টা ধাওয়া করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেনফজলুর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। বলা হয়েছিল কেউ একটি রাজনৈতিক কথাও বলবে না। শুধু দোয়া ও ইফতার হবে।
Advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রামকেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা ও দোয়া স্থগিত করার বার্তা পাই।
বিএ/জেআইএম