জাতীয়

বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশেষ ধারা যুক্ত হচ্ছে। নতুন ধারার বিধান অনুযায়ী এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনের উদ্যোগ নেয়। সম্প্রতি বিশেষজ্ঞরা আইনটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করলে তার নীতিগত অনুমোদন লাভ করে।

আরও পড়ুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আইনটি পাস হয়।

Advertisement

ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনার বিচার ত্বরান্বিত করতে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়।

এমইউ/বিএ/জেআইএম