দেশজুড়ে

উঠান থেকে শিশুকে কামড়ে তুলে নিয়ে গেলো শিয়াল

কিশোরগঞ্জে বাড়ির উঠানে শিয়ালের কামড়ে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

আরাফ একই এলাকার মো. লিংকন মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে শিশু আরাফ। এসময় একটি শিয়াল আরাফের গলায় কামড়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এসময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে ডাক চিৎকারে সেখানে গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে শিয়ালের নখের দাগ। তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ডাক্তার আরাফকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।

বৌলাই ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/এফএ/জিকেএস

Advertisement