সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের তিনদিন পর একই স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকার বেড়াদহ খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই গ্রামে তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও বদিউজ্জামানের ছেলে রিয়াজ (১৯)। নিহতরা সম্পর্কে তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।
বৈকুন্ঠপুর গ্রামের সুমন সেখ জানান, তিনদিন ধরে দুজন নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজে তাদের পাওয়া যাচ্ছিল না। আজ হঠাৎ মরদেহ দুটি খালের কচুরিপানার মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
Advertisement
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএ মালেক/আরএইচ/জেআইএম