পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল আজ। এদিন ১০ ঘণ্টায় সারাদেশে ৭২ হাজার ৪২৬টি টিকিট বিক্রি হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আজ বিক্রি হচ্ছে আগামী ৩০ মার্চের টিকিট।
তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর ২৮ হাজার ৭৬৮টি আসনের টিকেট বিক্রি হয়। এছাড়া সারাদেশে ৪৩ হাজার ৬৫৮টি আসনের টিকেট বিক্রি হয়েছে। সব মিলে মোট আসনের টিকিট বিক্রি হয়েছে ৭২ হাজার ৪২৬টি।
আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।
Advertisement
এনএস/এমআইএইচএস/জেআইএম