আইন-আদালত

কর্মচারীর বোনকে ধর্ষণের মামলায় দোকান মালিকের যাবজ্জীবন

রাজধানীর মিরপুরে দোকান কর্মচারীর বোনকে (১৪) ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মো. মনিরুল ইসলাম বেপারীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Advertisement

একই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তাকে পর্নোগ্রাফি আইনে আরও পাঁচ বছরের সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর ভাই আসামি মনিরুলের দোকানে চাকরি নেন। ভুক্তভোগী প্রায়ই তার ভাইকে ওই দোকানে এগিয়ে দিতো। এই সুযোগে আসামি বিভিন্ন সময় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেয়। ওই বছরের ১২ মার্চ আসামি মনিরুল ভুক্তভোগীকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এর ছয় মাস পর একই বছরের ২৫ অক্টোবর তাকে আবার ধর্ষণ করে আসামি।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২২ সালের ২ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিচার চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এমআইএন/এমকেআর/জেআইএম

Advertisement