বিনোদন

এলো তমা-নিশোর সিনেমার গান

‘সুড়ঙ্গ’ দিয়ে সাফল্য পাওয়া আফরান নিশো-তমা মির্জা জুটি ফিরছেন ‘দাগি’ নিয়ে। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ছবি মুক্তির আগে এলো গান। ‘একটুখানি মন’ শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে আজ (২০ মার্চ) বৃহস্পতিবার দুপুরে। এতে নিশো ও তমার রোমান্টিক রসায়ন যেন ভালোবাসার এক নতুন ভাষা তৈরি করেছে।

Advertisement

গানটির সুরকার ও সংগীত পরিচালক সাজিদ সরকার। গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও তরুণ তারকা মাশা ইসলাম। লিখেছেন কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।

গানটির ভিডিওতে ফুটে উঠেছে নিশো ও তমার চরিত্র নিশান ও জেরিনের প্রেম। সম্পর্কের কিছু পথ পেরিয়ে এসে নিশান বুঝতে পারে, জেরিনই তার হৃদয়ের একমাত্র ঠিকানা। অন্যদিকে, জেরিনের চোখে আছে প্রেম, ভুল বোঝাবুঝি, আবার কাছে আসার আকুতি। একে অপরের প্রতি টান, ভালোবাসার চাওয়া-পাওয়া মিলিয়ে ‘একটুখানি মন’ যেন হয়ে উঠেছে দুজনের আবেগের গল্প।

এই গানে কাজ করা প্রসঙ্গে নিশো বলেন, ‘গানের মধ্যে গল্প আছে, আবেগ আছে। আমার আর তমার রসায়ন দর্শকদের নতুনভাবে ভাবাবে বলে মনে করি।’ তমা মির্জাও গানটি নিয়ে উচ্ছ্বসিত, ‘প্রেমের গান সবসময়ই অন্যরকম। কিন্তু এই গানের কথাগুলো যেন আরও গভীর, যা অনুভূতি ছুঁয়ে যায়। গানের শুটিং করতেও আমাদের দারুণ লেগেছে।’

Advertisement

এই গান দিয়ে ১০ বছর পর একসঙ্গে কাজ করলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার। দর্শক-শ্রোতাদের প্রশংসা পাচ্ছে ১ মিনিট ৪২ সেকেন্ডের গানের ভিডিওটি।

এলআইএ/জেআইএম