অবাক স্তব্ধতা
Advertisement
জন্মের পর থেকে অনেক দোয়া আমি কবুল হতে দেখেছি,কারো চাকরি হচ্ছিল না, মানুষের দোয়ায় ভালো একটা চাকরি হয়েছে তার।কারো কঠিন ব্যাধি ছিল, আল্লাহর রহমতে, বাবা-মায়ের দোয়ায় তাকে সুস্থ হতে দেখেছি।বিয়ে হচ্ছিল না এক নারীর, অভাব পিছু ছাড়ছিল না, আল্লাহ তাকেও উদ্ধার করেছেন।মরুভূমির মধ্যে মুমূর্ষু ও তৃষ্ণার্ত মানুষের কান্নায় আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, এমনটিও দেখেছি।
জন্মের পর মহান আল্লাহ তায়ালার কুদরতের এমন অনেক নমুনাই আমি দেখেছি, শত শত দোয়া আমি কবুল হতে দেখেছি,শুধু জন্মের পর থেকে আজ অবধি গাজার মানুষের প্রতি পৃথিবীর একটি মানুষের দোয়াও আমি কবুল হতে দেখিনি।
আমরা যত ফরিয়াদ করেছি তা কি আপনার অন্তরের লক্ষ্যে পৌঁছতে পারেনি?এর চেয়ে নিখুঁত ভাবে ফিলিস্তিনে পৌঁছেছে মিসাইল, ড্রোন আর গোলা বারুদগুলো।জন্মের পর ছোট ছোট হাজার হাজার শিশুকে আমি দেখেছি ছিন্নভিন্ন হতে,জন্মের পর জ্ঞানী-বিজ্ঞানী ও গবেষকদের এই একটি বিষয়ে চরম নিস্তব্ধ থাকতে আমি দেখেছি।
Advertisement
সবচেয়ে বড় কথা, হে আল্লাহ! তোমাকেও এত নিশ্চুপ আর নিরপেক্ষ ভূমিকা পালন করতে অন্য কোনো কিছুতে আমি দেখিনি।
****
সূর্যগ্রহণ
গ্রহণ লেগেছে সূর্যের গায়,আলোহীন গ্রহরা গভীর অন্ধকার নিয়ে এগিয়ে যায় সূর্যের দিকে-মেঘের হাতেই হবে বজ্রের বধ, তুলো তুলো তুষারের অভিপ্রায়।
Advertisement
সৌররাজের আইন ভেঙে বৃহস্পতি উঠেছে জেগে, হুংকার দেয় শনি,আলোর তো সীমা আছে, আঁধারের আছে খনি।
****
নারী পুনর্জন্ম
পুনর্জাগরণে বিশ্বাস নাই আর,যদি সত্যিই পুনর্জন্ম বলে কিছু থাকে, ড্রাগনের রূপ নিয়ে আসিস।যে জনপদে নারীর অধিকারের বিরুদ্ধে মিছিল করে নারী,সেখানে অভিশাপ নয়, অভিঘাত হয়ে আসিস।
হে নারী, আর বিলাপের আস্থা নয়, আর নয় অনুরোধ অনুনয়,পৃথিবী ত্রাসের অনুসারী, হয়ে ওঠো বিপ্লব, হয়ে ওঠো ভয়।
কবে হবে রেনেসাঁ এই অন্ধকার কাপুরুষের দেশে,কবে আসবে সত্য স্বাধীনতা, সভ্যতার শেষে!পুনর্জাগরণে আর নাই ভরসা, ফের জন্ম নিস,ড্রাগনের বেশে প্রতিঘাত হয়ে আসিস।
এসইউ/জিকেএস