সাহিত্য

শৃঙ্খলাবদ্ধ এবং অন্যান্য কবিতা

শৃঙ্খলাবদ্ধ

Advertisement

আমি মুক্ত হতে চেয়েছিআমি উঁচুতে থাকতে চেয়েছিএখন আমার পাখাগুলো লম্বা, দ্রুতগামীতাই আমি এখন অনেক উঁচুতেএখন আমি বীরশ্রেষ্ঠ।তোমার ভালোবাসা পায়ের নিচে পিষ্ট করেছি!

এখন আবার পাখাগুলো ছেটে ফেলতে চাই!আমি শৃঙ্খলাবদ্ধ হতে চাই!তোমার ভালোবাসা ফেরত চাই!

****

Advertisement

স্মৃতি

গহীন রাত—বসন্তের জ্যোৎস্নাএকা হাঁটছি তিস্তার তীরে আব্বাসের গান, দূরে ফেরদৌসির ভাটিয়ালিনদীর কলকল, ফুটন্ত পরাগের গন্ধ

হালকা বাতাস—মিষ্টি আলোরাতের তারার মতো সে আমার হৃদয়েকতক স্মৃতি এখনো ভাসে—তার স্মৃতিগুলো ঘুরেফিরে আসে

****

Advertisement

নোংরা

নোংরার কোনো জায়গা নেইআমার বিশ্বাস কিংবা আমার মুখই সবআমার আবেগ নোংরাকে তাড়াতে প্রতিশ্রুতি দেয়যেখানে ভালোবাসা শান্তিতে থাকতে পারে

আমার পেশিতে অনেক শক্তিআমার মনেও পাওয়ার হাউজতাই স্বপ্নগুলো কোনো নোংরা বেছে নেয় না

এসইউ/এএসএম