ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ-রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)। এগুলো মূলত আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ এজেন্ডা।
Advertisement
বুধবার (১৯ মার্চ) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত কমিটির সভার অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ মার্চ বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি(ক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ।(খ) রাজনৈতিক দলের নিবন্ধন।(গ) নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন।(ঘ) ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা।(ঙ) নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।
Advertisement
অফিস আদেশটিতে সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য এরই মধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। এরই মধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে। এরই মধ্যে ৬৪ জেলা থেকে ৪০০ মতো আবেদন করেছে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।
এদিকে রাজনৈতি দল নিবন্ধনের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে।এছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণবিধি সংশোধনের কথা ভাবছে ইসি।
আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এজন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।
Advertisement
এমওএস/এমএএইচ/এমএস