ঢাকায় পৃথক দুই অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের চার মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
Advertisement
বুধবার (১৯ মার্চ) সকালে শাহজাদপুর ও গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
শামীন আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের দুটি দল ঢাকা মহানগরীর গুলশান থানার শাহজাদপুর এবং যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, এদিন সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার শাহজাদপুর এলাকায় থেকে ১৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হাছান (২৮) ও মিনু আরাকে (২৮) গ্রেফতার করা হয়।
Advertisement
পরে যাত্রাবাড়ী থানার গোপালবাগ এলাকায় সকাল ৯টার দিকে পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪৮), ও মো. সাঈদকে (৩২) গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ইয়াবা সরবরাহ করতো। উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদকপাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
কেআর/এমআরএম/জিকেএস
Advertisement