জাতীয়

ক্র্যাবে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে এন জেড টেক্স গ্রুপ-ক্র্যাব কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্র্যাব সদস্যদের সন্তানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ২০ জন অংশ নেন।

Advertisement

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য আইয়ুব আনসারী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু ও বিটিভির জনপ্রিয় কারি মাওলানা শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সিরাজুল ইসলাম, বর্তমান প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক।

Advertisement

আগামী ২১ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

টিটি/এমআরএম/জিকেএস