খেলাধুলা

তাদেরকে ১০-১৫ ম্যাচ সুযোগ দাও: হারিস রউফ

কোচিং স্টাফ, নির্বাচক, ক্রিকেটার, অধিনায়ক- পাকিস্তান ক্রিকেটে এগুলোর কোনোটিরই স্থায়ীত্ব নেই। কখন কাকে সরিয়ে দেওয়া হবে নিশ্চিত করে কিছুই বলা যায় না। যে কারণে দেশটির ক্রিকেটে উন্নতি নেই বলে মনে করছেন অনেক ক্রিকেটবোদ্ধা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে (ভারত ও নিউজিল্যান্ড) হেরে বাদ পড়ে। এরপর অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গঠিত স্কোয়াড নিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। কিন্তু প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সালমান আলী আগার দল।

দুই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হার, দ্বিতীয়টিতে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে যাওয়া ম্যাচে ৯ উইকেটে ১৩৫ রান করে ৫ উইকেটে পরাজয় হয়েছে পাকিস্তানের। ভালো করতে পারেননি তরুণদের কেউ।

তবে ভালো করার জন্য তরুণদের সময় দিতে হবে বলে মনে করেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। দুই এক ম্যাচ খারাপ খেললেই তাদের খুব বেশি সমালোচনা কিংবা দল থেকে বাদ দেওয়া উচিত নয় বলে মনে তিনি। ১০-১৫ ম্যাচ টানা সুযোগ দেওয়া উচিত।

Advertisement

হারিস রউফ বলেন, ‘আমরা সমালোচনা করে থাকি। এটা পাকিস্তানে খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু বুঝতে হবে যে এরা সবাই তরুণ ক্রিকেটার। বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো দলই তাদের তরুণ ক্রিকেটারদের স্বাধীনতা দেয়। যদি তরুণ ক্রিকেটারদের তারা সুযোগ দেয়, তাহলে তারা টানা ১০-১৫টা ম্যাচে খেলায়। এভাবেই ক্রিকেটাররা তৈরি হয়।’

অনেকেই পাকিস্তানের হার দেখতে চান উল্লেখ করে হারিস রউফ বলেন, ‘প্রথম প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এলে সবাই শুরুর দিকে একটু বিপাকে পড়ে। অনেকেই আছে যারা শুধু পাকিস্তান ক্রিকেট দলের হারের অপেক্ষা করে। তাঁরা তাঁদের মতামত দিতে পারে, কিন্তু তাঁদেরও বুঝতে হবে আমরাও একটা দল তৈরি করছি। সিনিয়ররা যেমন দলে রয়েছে, তেমন তরুণ যুব ক্রিকেটারদেরও আনার চেষ্টা করছি। আন্তর্জাতিক ক্রিকেটে যাতে তাঁরা সফল হয় আমরা তাদের মোটিভেট করছি, যাতে তাঁরা দ্রুত শিখতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

নিউজিল্যান্ডকে বলা হয় বাতাসের শহর। সেই বাতাসই পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন হারিস। বাতাসের অনুকূলে বল গতি নির্ধারিত হওয়ায় অতিরিক্ত রান হয়ে গেছে অনেক।

হারিস রউফ বলেন, ‘সব ক্রিকেটাররাই নিজেদের সেরাটা দিয়েছে। যে মাঠে আমরা খেলছি এখানে বড় রান ওঠে। আমরা খারাপ বোলিং করিনি, তবে কিছুক্ষেত্রে আমরা দুর্ভাগ্যের শিকার। ছোট মাঠ সঙ্গে জোরে বাতাস বইছিল বলে অনেকক্ষেত্রে এজ লেগেও বল ছয় হয়ে গেছে। আমরা চেষ্টা করলেও সেরকম ফলাফল পাইনি। নিউজিল্যান্ড ভালোই ব্যাটিং করেছে।’

Advertisement

পাকিস্তান ক্রিকেটের অবনতি হয়েছে এটিও স্বীকার করেছেন হারিস রউফ। তবে ভবিষ্যতে ভালো পারফরম্যান্স করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, ‘এটা অস্বীকার করার জায়গায় নেই যে আমাদের ক্রিকেটে অবনতি হয়েছে। তবে আমরা আবার ভালো দল তৈরি করারই চেষ্টা করছি। প্রথম সারির ক্রিকেটে যে ধরনের পারফরম্যান্স করা উচিত, সেটাই চাইছি। একটা দিন আসবে, যখন তোমরা পাকিস্তান দলের থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাবে।’

এমএইচ/জিকেএস