নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ায় ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
অভিযানে পাট অধিদপ্তরের পরিদর্শক ফারুক হোসেন অংশ নেন।
জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে বের হয় ভ্রাম্যমাণ আদালত। দুপুর দেড়টার দিকে বারোবাজারে অভিযান চালিয়ে ভাই ভাই স্টোর নামক হলুদের কারখানা ও মদিনা স্টোর নামক চালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানজুড়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
শাহজাহান নবীন/এএইচ/জিকেএস