খেলাধুলা

পিসিবির আইনি নোটিশের জবাবে যা বললেন বোশ

চুক্তি করেছিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশওয়ার জালমির সঙ্গে। কিন্তু আইপিএল থেকে প্রস্তাব পেয়ে সিদ্ধান্ত বদলে ফেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ। পিএসএল বাদ দিয়ে যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

Advertisement

এ ঘটনায় চুক্তি ভঙ্গের অভিযোগ এনে বোশকে আইনি নোটিশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই আইনি নোটিশের জবাব দিয়েছেন ইনজুরিজনিত কারণে লিজাড উইলিয়ামের বদলি হিসেবে আইপিএলে ডাক পাওয়া বোশ। কেন পিএসএল ছেড়ে আইপিএলে চলে গেছেন জবাবে সেই ব্যাখ্যা দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার।

বোশের জবাব দেওয়ার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’। নিজস্ব সূত্রের বরাতে তারা জানিয়েছে, গেল সোমবার পাকিস্তানি কর্মকর্তাদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বোশ।

বোশ জানান, পিএসএল-এর প্রতি অসম্মান প্রদর্শন করার জন্য নয় তিনি এমনটি করেননি। বরং নিজের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। বোশের ব্যাখ্যা, মুম্বাই ইন্ডিয়ান্স শুধু আইপিএলেরই একটি শক্তিশালী দল নয়, বরং বিশ্বের একাধিক লিগে তাদের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যা তার ক্যারিয়ারের জন্য উপকারী হতে পারে।

Advertisement

অর্থাৎ বোশ বোঝাতে চেয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রস্তাব গ্রহণের মাধ্যমে তিনি বিশ্বের অন্যান্য দেশে মুম্বাইয়ের মালিকাধীন ফ্র্যাঞ্জাইজিতেও খেলার সুযোগ পাবেন। কিন্তু পিএসএলে থেকে গেলে যা সম্ভব নয়।

পিসিবি এখন বোশের ব্যাখ্যা মূল্যায়ন করবে এবং তার চুক্তিভঙ্গের মাত্রা নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাকিস্তান ক্রিকেটের কিছু মহল মনে করছে, পিএসএলের মর্যাদা রক্ষার্থে বোশকে পরবর্তী আসরগুলোতে নিষিদ্ধ করা উচিত, যাতে অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে। আবার কেউ কেউ মনে করছেন, নিষেধাজ্ঞা আরোপ করলে অন্য খেলোয়াড়দের কাছে পিএসএলের নেতিবাচক বার্তা যাবে। এর পরিবর্তে একটি প্রতীকী শাস্তি দেওয়ার প্রস্তাব করেছেন তারা। যাতে বিষয়টি সমাধান হয়।

আগামী কয়েক দিনের মধ্যে পিসিবি তাদের সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত বোশকে কী শাস্তি দেয় মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

Advertisement

এমএইচ/এমএস