জাতীয়

কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু, ছাড়ছে বিলম্বে

ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিলম্বে ছাড়ছে ট্রেন।

Advertisement

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

তিনি বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আপ লাইন ক্লিয়ার হয়েছিল। পরে দুপুর ২টায় ডাউন লাইন ফিট হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। তবে কিছুক্ষণ চলাচল বন্ধ থাকায় ট্রেন বিলম্বে ছাড়ছে।

আরও পড়ুন:

Advertisement

কমলাপুর স্টেশনে কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

এর আগে, একটি কন্টেইনারবাহী ট্রেন ১১ টা ৩৫ মিনিটের দিকে কমলাপুর স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এই ঘটনায় স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।

বিলম্বে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন কমলাপুরের যাত্রীরা।

এনএস/এমএইচআর/এমএস

Advertisement