অর্থনীতি

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে, অনেক পণ্যের দাম কমেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

Advertisement

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। চালের বাজার নিয়ে কাজ চলমান। সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমি আজ এ নিয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।

আরও পড়ুন বাজেটের আকার বড় হবে না, বক্তৃতা হবে সংক্ষিপ্ত: অর্থ উপদেষ্টা  কালোটাকা সাদা করতে ৭৩০ কোটির ‘প্রবাসী আয় নাটক’ আওয়ামী লীগ নেতার 

বিভিন্ন সেক্টরে দুর্নীতি নিয়ে তিনি বলেন, দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব হবে না। ২৮ লাখ কোটি টাকা চলে গেছে। উপদেষ্টারা চাঁদা নেন না, তবে দুর্নীতির করার পথ দমনে আমাদের কঠোর করতে হবে।

ব্যবসা-বাণিজ্যের বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।

Advertisement

এসময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। আমাদের সবাইকে ঐক্য বজায় রেখে চলতে হবে। সরকার ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে।

ইএআর/কেএসআর/জিকেএস