অর্থনীতি

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে যুক্তরাজ্যের সমর্থনের আশ্বাস

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে আয়োজিত এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি। এর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগবান্ধব নীতির প্রতি যুক্তরাজ্য সমর্থন দেবে বলে আশ্বাস দেন দেশটির প্রতিনিধিরা।

Advertisement

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি যুক্তরাজ্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসন অব চেস্টারটনের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হয়।

গত ১০ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য সফরকালে আশিক মাহমুদ বিন হারুন ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। সফর সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা মূলত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি।

এই সফরে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন অব ডনকাস্টার ঢাকায় আগামী ৭-১০ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, যুক্তরাজ্যের এফসিডিওর ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মহাপরিচালক ওয়েন জেনকিন্স বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগবান্ধব নীতির প্রতি যুক্তরাজ্যের সমর্থনের আশ্বাস দেন।

Advertisement

এ সফরে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তর (ডিবিটি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি)-এর সঙ্গে শিল্প উন্নয়ন, উন্নত প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি এইচএসবিসি, এয়ারবাস, ডিউহার্স্ট গ্রুপ, এবং মেনজিসের মতো যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সিটি অব লন্ডন ও এসওএএস-এর সঙ্গে অ্যাকাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা এবং তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

যুক্তরাজ্যের ‘মেইড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থান, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সুযোগ ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুক্তরাজ্যের ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করেন, যা বাংলাদেশকে উচ্চ সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

Advertisement

বর্তমানে বাংলাদেশে যুক্তরাজ্যের মোট ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই স্টক রয়েছে (২০২৩-২৪ অর্থবছরের হিসেব অনুযায়ী), যা দেশটির অন্যতম বৃহত্তম বিনিয়োগ অংশীদারত্বের প্রতিফলন। ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এসআরএস/এএমএ